Tuesday, 26 August 2014

অবসেসড্ –বাঙালীর অসুস্থতা (৪৩)

অবসেসড্বাঙালীর অসুস্থতা
অঙ্কুর কুন্ডু

    ট্যাক্সি ধরলাম অফিসের সামনে থেকে ৷ ক্লান্ত, তাই উঠেই সিটে শরীরটা এলিয়ে দিলাম ৷ অনেক রাত হয়ে গেল আজ ৷ হঠাৎ ড্রাইভারের সিটের পিছনে লেখা ট্যাক্সির নম্বরটা চোখে পড়তেই চমকে ঊঠলাম . . . ‘WB40M7010’ –খুব বেশিদিন হয়নি; এক মাসে টানা তিনবার এই একই ট্যাক্সিতে অফিস থেকে বাড়ি ফিরেছি ট্রিপল্ জিরো’- ট্যাক্সি , মজা করে বৃদ্ধ ড্রাইভারটিকে এই নামেই ডাকতাম ড্রাইভারটির ব্যবহারে আমি এতটাইঅবসেসড্ছিলাম যে তাকে চিনতে ভুল করতেই পারিনা ৷  কিন্তু সবচেয়ে অবাক হলাম এটা দেখে যে ড্রাইভারের সিটে আগেকার সেই কালো বৃদ্ধটি নেই, এক পরিমার্জিত সুদর্শন যুবক কিন্তু সেই বৃদ্ধটি একদিন বলেছিল যে তার নিজের অসুস্থতার মুহূর্তেও সে এই ট্যাক্সিটি চালায়, কোনও অবস্থাতেই সে ট্যাক্সিটাকে হাতছাড়া করে না; তবে আজ কেন !!! অনেক সম্ভাবনা মনে আসতে শুরু করলোহতেই পারে তার কোনও আত্মীয়কে সে ট্যাক্সিটা চালাতে দিয়েছে , আবার এও হতে পারে যে আজ সে দুর্ঘটনায় আক্রান্ত ! মন মুখের সন্দিগ্ধ-চিহ্নগুলি মুছতে সাহায্য করলো ড্রাইভার-সিটের যুবকটি আমার প্রশ্নের উত্তরে সে বললো যে বৃদ্ধটির স্ত্রী নিউমোনিয়ার গভীর ঘোরে কাবু , তাকে বাঁচাতে গেলে দরকার অনেক টাকা তাই সেই বৃদ্ধটি ট্যাক্সি বেচে দিয়েছে আমি মনে মনে ভাবলাম, বৃদ্ধটি তো আমাকে বলেছিল যে নিজের অসুস্থতাতেও সে ট্যাক্সি চালাবে কিন্তু আজ যে তার স্ত্রী . . .

    সারাদিন ইন্টারনেটে নিউমেরোলজি নিয়ে গবেষণা করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ৷ হঠাৎ ট্যাক্সির নম্বরটি দেখে খেলা করতে ইচ্ছা হল, উল্টে-পাল্টে দেখলাম ‘M010704..’ ! আরে, এ তো আমার মেয়ে মিনির জন্ম-তারিখ, আজ পয়লা জুলাই,২০১৩ ৷ অতএব, মিনির জন্য গিফট্ কিনতে হবে ৷ ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সিটিকে এগিয়ে আনতে বলে দূরের একটি দোকান থেকে পুতুল কিনলাম ৷ ফোনটা বেজে উঠলো ৷ অর্জুনের ফোন , ও গোপালের মোবাইল নম্বরটা চাইছে ৷ প্রথম সাতটা ডিজিট ঠিকমতো শুনতে পেলেও , শেষ তিনটি ডিজিট নেটওয়ার্কের বদমায়েশিতে বারবার বলতে হচ্ছে ; চিৎকার করলাম ‘শূন্য শূন্য শূন্য’ ‘তিনটে শূন্য’ ‘ট্রিপল্ জিরো’ ৷ পাশ ফিরে দেখলাম যে সেই বৃদ্ধ ড্রাইভারটি হাসিমুখে রাস্তার মাঝ বরাবর হেঁটে আমার দিকে এগিয়ে আসছে . . . আর আসছে না ৷ তার আগেই আমাকে অনুসরণ করা আমার তথা বৃদ্ধটির ট্যাক্সি তারই দেহকে রক্তাক্ত ও নিথর করে দিল ৷ পুরোটাই দুর্ঘটনা ৷ তবে কি সেই বৃদ্ধটি আমার কোনো ক্রিয়া-কর্মের প্রতি ‘অবসেসড্’ ছিল !!! মিনির জন্মদিনের গিফট্ হাতে একটাই কথা মনে এলো : ‘আমার অসুস্থতায় ট্যাক্সি ছাড়বো না’৷

No comments:

Post a Comment