সুনীল সাগরে - নোনাজল ছুঁয়ে আছে
অঙ্কুর কুন্ডু
ফিরতি চোখ
এখনও বলছে হেসে -
আজ শুভ জন্মদিন
! ফেরারী পলক
ঝিকমিকিয়ে তাকে চায়ছে -
যে কাদার মধ্যে জলছবি আঁকছে !
ঐ বিছানার
চাদর আজও কুঁচকে , এখনও চেয়ার ফাঁকা ,
ফেরার দিনেও
কোথায় যেন সে এপিটাফ লিখছে একা !
গত রাতে
নীরা এসেছিল স্বপ্নে ,
কিছুক্ষণ
তাকিয়ে থাকা. . . সাথে এক জ্বলন্ত সিগারেট -
ঠোঁট বুজে ছিনিয়ে নিল নীরাকে ,
মদের তীব্র গন্ধ নীললোহিতের কলমে আটকে. .
.
গোলাপের
শুভেচ্ছা কাঁচা-পাকা চুলকে চামড়ায় অটুট রেখেছে ;
অথচ এক রজনীগন্ধার
শুভ্র চাদর ক্রমশঃ পাপড়ি ঝাপটাচ্ছে !
আজ তবু
‘রেলব্রীজ একা’ !
পাথরের সাথে
রেললাইনের সাক্ষাৎ ভুলে
রেলগাড়ি চলেছে ফাঁকা ৷ পিছিয়ে পড়েছে স্মৃতি
,
চলে গেছে সূর্য অস্তাচলে ৷
গভীর রাতে
এলোমেলো নিস্তব্ধতা জড়িয়ে -
সিক্ত অভিনন্দন
-বেদনার রিক্ততা এড়িয়ে !
তুমিও কথা রাখোনি ; শেষ হয়েছিল আশি পাওয়ার
সাধও !
তাই , সুনীল সাগরে নোনাজল ছুঁয়ে আছে আজও !
No comments:
Post a Comment