Tuesday, 26 August 2014

ফিরিয়ে দেব আমি (৪৮)

ফিরিয়ে দেব আমি
অঙ্কুর কুন্ডু


                        কথা হয়েছিল সাদা শঙ্খধ্বনি ঘামরূপে বয়ে যাবে
                        তোমার-আমার লোমকূপে , যেখানে হাত পাতবে
                        শ্যাওলা মেঘ অন্তরীক্ষের সমীপে –
                                     মুষ্টিবদ্ধ কিছু সব্যসাচী এগিয়ে যাবে
                                     কোনো এক এসপ্ল্যানেডের মোড়ে ,
                                     ছুঁয়ে যাবে প্রতিটা মাথা রক্তক্ষয়ী আদরে ৷
                        তোমাকে . . তোমাকে . . তোমাকে প্রশ্ন করেছি বহুবার –
                        একবার উত্তর পেয়েছি , শর্ত দিলে কিছু পাওয়ার
                        আকাশ ফুঁড়ে বলেছিলাম আমি আছি !

                        পুরানো অনেক পাথর ফেটে গেছে কবরখানায়
                        কেউ মস্তকহীন খবর , যারা আছে তারা হাঁপায়
                        কাল যারা চলে গেল তারা যাযাবর –
                                     বেড়ি-বাঁধা কতিপয় পা হেঁটেছিল
                                     দৃপ্ত কন্ঠের মাঝে বিরতি না রেখে
                                     যাদের শরীর পড়ে ছিল সাদা থানে ঢেকে ৷
                        বহু রাত আমি একা হেঁটেছি কু-য়া-শা-র সাথে –
                        আলতো পা-এর ভরে , ক্লান্ত চোখ প্রতি রাতে
                        দেখেছে ফুটপাথ ক্রমশ যাচ্ছে সরে ৷

                        আঁতুড়ঘরে সময় নষ্ট হয়েছে অনেক
                        কান্নার ডাকে , দরজার বাইরে প্রত্যেক
                        মানুষ একজনকেই খোঁজে . . . কাকে !
                                     হাতে যারা স্বপ্ন বন্দী করেছে
                                     ও হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে
                                     বুক বেঁধেছে , গঙ্গার বুকে তারা ভেসে গেছে ৷
                        রেললাইন ধরে এগিয়েছি দিনের আলোয় –
                        কয়েকটি পাথর সাথে নিয়ে , চারিদিকে প্রলয়
                        তবু ঐ শরীরটা মরেছে জন্ম দিয়ে !

                        কথা হয়েছিল জানালার বাইরে চোখ রেখে
                        রাতটা দেব কাটিয়ে , ঘাড়ের ওপর মুখ ঢেকে
                        যারা চলে গেল সকালের আগে তারাই দিল নাড়িয়ে !
                                     ব্যাগ-কাঁধে স্কুলে ছুটির ঘন্টা
                                     না মেনে দৌড়ায় কিশোর
                                     লাশগুলো রাত চায় , সে চায় ভোর ৷
                        অতর্কিতে অল্প আলো ধাক্কা দিয়ে –
                        গড়তে চায় সমভূমি , সব কান্না সাথে নিয়ে

                        ভোরবেলায় আগামী ফিরিয়ে দেব আমি !

No comments:

Post a Comment