যোগ – াড় - +
অঙ্কুর কুন্ডু
হাওড়া ব্রিজটা একটু টেনে ধরো
বয়সে কাঁধ ঝুলেছে
ভেঙেছে শরীর খানিক
আবার এক প্রলেপ রঙ মেরো
নখের ছোঁয়ায় বদলেছে
নাম ; এখন নিমফো
এপাড় ওপাড় সাইনবোর্ড –‘যাতায়াত বন্ধ’
সারি শাড়ি যদি
পারাপার এক রাতে
নির্লজ্জ ব্রিজ আগ্রহে খোঁজে সহচরী
মিলেনিয়াম পার্কে যদি
পাছা টিপে ধরে
গঙ্গা তবু গিলছে চোখ খুলে
বিক্রীর পসরা সাজানো
বৈধ লেসবিয়ানের যৌনতা
টুং-টাং পয়সা লাগছে ব্রিজের হাড়ে
সিট ফাঁকা বাসে
যাত্রীরা কেবলই কাশে