Tuesday, 26 August 2014

আমার চোখে নারী : আমার জন্মরাশি (৪৪)

আমার চোখে নারী : আমার জন্মরাশি
           অঙ্কুর কুন্ডু

ভোরের স্নিগ্ধ শীতল আলোয়
        একবিংশ শতক কালো
আজও পুরুষ-চোখে নারী
কেবলই কাড়াকাড়ি
        ‘হাতে তরবারি’
নারীর বিভাজন
          /
         জননী
         জায়া
সহবাসে থাকা পেটের শিশু বেড়ছে
          +
    ধর্ষিতা নারী
স্ফটিক বাবুর বাজার থলে বা প্রকাশের পকেটে
সর্বত্র দোদুল্যমান নারী ,
পার্কের প্রেম – অন্তত নিতম্বে একটু স্পর্শ !
অথচ
ঝাঁসির রাণীর যুদ্ধ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ,
যদি হত আজকের জিভ-ঝোলা পুরুষের সাথে –
প্রকৃতই বলা যেত
‘খুব লাড়ি মারদানি,উয়ো তো ঝাঁসিওয়ালি রাণী থি’ !
আজ ৮ই মার্চ ; আন্তর্জাতিক বিশ্ব-নারী দিবস -
আজই কি নাড়ি-টেপা হবে লীন !
নাকি কোনো এক খালপাড়ে – ফোটোগ্রাফার
তুলবে উলঙ্গ নিথর দেহ যৌনতার প্রচ্ছদের জন্য !
নাকি আজই পৃথিবী বলবে,’কন্যাসন্তান হল
আগামী সময়ে আমার মা , আমারই জন্মরাশি’ !




No comments:

Post a Comment