বিবর্ণ স্বপ্নের হাতছানি
অঙ্কুর কুন্ডু
মানুষের ভিড়ে কত চেনা আগন্তুকের
ভিড় ।
চেনা অথচ আগন্তুক
!
স্বপ্নের
খাঁচায় এরাই ছিল পোষ্য
এরাই
ছিল আলাপচারিতার বন্ধু
এরাই
বেঁধেছিল আমার স্বপ্নের মই
আমরা
ভাসিয়েছিলাম ইচ্ছে-তরী
আলাপ-আলোচনার
গভীর স্বচ্ছ সলিলে
তবে
আজ সেই ‘আমরা’ শুধু ‘আমি’
গভীর
স্বচ্ছ সলিলে বাসা বেঁধেছে
হাজার
রঙের ঘোলাটে স্বপ্ন ।
যারা
একসাথে আগে ছিল ,
আমার
চক্ষু-শ্রাবণধারায় তারা বিদায় নিয়েছে ।
আমরা
ছিলাম বিবর্ণ সাদা –
পরিষ্কার
,স্বচ্ছ ,অমলিন ভালোবাসায় পূর্ণ ।
আজও
তারা সাদা ;কিন্তু
আমি
রং মেশানো এক তুলি –
যার
ছোঁয়ায় সকল রং নিজের গন্তব্য খুঁজে পায় ।
আর
,আমি একা হয়ে থাকি এক বাটি জীবনে ।
একাকীত্বের
জীবনে যেন আমি একলা কাঁচঘরে
বিফল
ডাক আজ যেন স্বপ্নবন্ধুর অগোচরে
হয়তো
তারা দুঃখ পেয়েছে
হয়তো
তারা সুদূর আকাশে কাঁদছে
আমার
রঙিন লোভের প্রত্যক্ষে
তাও
,আমি চাই তারা কাঁদুক
যদি
সেই শ্রাবণধারায় বিবর্ণ হতে পারি !
হয়তো
তারা ক্ষুব্ধ আজকে –
তাই
সূর্য রূপে কৃষ্ণচূড়ার ফাঁকে
জ্বলছে
অগ্নিশর্মা হয়ে ।
তাও
,আমি চাই
সেই
রাগের আগুন জ্বলুক ,
পুড়িয়ে
শুদ্ধ করুক আমাকে ।
বাড়িয়ে
দিক তাদের হাত ,তাদের দেহ ।
আমি
আলিঙ্গন করতে চাই ।
আমরা
আর আগন্তুক নই ।
No comments:
Post a Comment