Sunday, 4 January 2015

ঋতুপর্ণা জন্ম নেবে না (৫৭)


…….
তুমি সেই ঋতুপর্ণা নও
    বর্ষায় যার পেখম মেলেছি
তুমি সেই ঋতুপর্ণা নও
    যাকে কবিতার খাতায় লিখেছি
ঋতুপর্ণা , তুমি নিছকই নারী
    মাথায় সিঁদুর পরে যে মানসী
সন্তানের কপালে ভাগ্যরেখা মুছে
    চুমুর আদরে অঝোরে ফুরিয়েছো

( আংশিক ৷ আনএডিটেড্ ৷ পরবর্তীকালে বদলাতে পারে ৷ ) ৷