ঋতুপর্ণার না ফেরা দিন
অঙ্কুর কুণ্ডু
আল
ধরে হাঁটতে গিয়ে থমকালো ঋতুপর্ণা ৷
পিছন
ফিরে দেখলো কাশ হয়ে উড়ছে
না
ফেরা দিনগুলোর বাতাস ; তারই মধ্যে
কাঁপিয়ে
গেল চোখে ভাইয়ের স্মৃতির একরাশ ,
সামনের
পুকুরপাড়ে কুড়ানো ইউসুফের বাস !
ওখানে
মানুষ হয়ে জন্মালে পুকুরের মাছ
জলে
বিনুনি বাঁধে ৷ ধারে দাঁড়ানো কলাপাতায়
ধূলোরা
নিজেদের খাবার রাঁধে ৷ মানুষ দেখলে ,
ভিজে
মাটির উঁচু ঢিবিতে দেখা যায়
ঘাসের
রোঁয়া ৷ ওরা কেবলই দেখে ধোঁয়া !
মাথার
ওপর নিঃসীম আকাশ হাঁ করে
গপাগপ্
সেই ধোঁয়া গিলে যায় ৷ দুয়ার
ভেঙে
ঋতুপর্ণা ফোঁটা দিতে একছুটে
এখানেই
দাঁড়ায় ; তারপর ভিজে মাটি ,
পা
মাটি , মানুষ মাটি মাড়িয়ে নৈঃশব্দে পৌঁছায় !
বাঁশঘেরা
পুকুরপাড়ে ইউসুফকে যখন
কাফন
দেওয়া হল ; ঋতুপর্ণার কান্নার
শোরগোল
ঢাকা পড়ল হিন্দু-মুসলিম কড়চায় ৷
ইউসুফের
শরীরে তখন জল , ঋতুর চোখ
ছলছল
, ধোঁয়া হয়ে আত্মাটা বাড়াল কান্নার রোল ৷
আল
ধরে হাঁটতে গিয়ে থমকালো ঋতুপর্ণা
পিছন
ফিরে দেখলো কাশ হয়ে উড়ছে
না
ফেরা দিনগুলোর বাতাস ; ওখানে মৃত্যু গেলে
জীবন
ফেরে না , ঋতুপর্ণা ফিরে আসে , ফোঁটায়
ইউসুফের
ফিরতি উপহার প্রাণের ’পরে হাসে ৷
Darun Lekhata.........:)
ReplyDelete