মৃত্যুর পরে ছায়াটা নিয়ে যেও
অঙ্কুর কুণ্ডু
মৃত্যু
নামে এক বারান্দায় তুমি হেঁটে যেতে
রোদের
মাঝে ৷ সাথে ছিল ঝুল , লোহার
গরাদ
আর ছায়ারা নড়ত খাঁজে ৷
শুনেছিলাম
মৃত্যু সন্ন্যাস নিয়েছিল ,
দেখেছিলাম
মৃত্যু আবেগতাড়িত ,
ছুঁয়েছিলাম
মৃত্যু তোমারই ছায়া ভেবে ,
তোমার
যন্ত্রণা হত হিমালয়ের বরফ
গলার
মত ৷ সাঁঝবেলায় আমার
তুলসীমঞ্চে
দেখেছো প্রদীপ জ্বলে কত !
খামখেয়ালী
মেঘ রজনীগন্ধা নামে নেড়েছিল
কড়া
৷ মদের বোতলে শিস্ মেরে
জওয়ানির
গান ধরত কিছু বখাটে ছোড়া ৷
ফুল-সাজানো
খাটে আমি মৃত্যুকে
বলেছি
ফিরে যেতে ; ওরা ফিরে
গেল
, শুধু ছায়াটা ফেল গেল ৷
মাটির
সোঁদা গন্ধে এপিটাফ ঢাকা ছিল
সাদা
চাদরের মত ৷ কখনও এলোপাথাড়ি ,
আবার
কখনও স্নিগ্ধ হত জড়ানোর ক্ষত
আমি
মৃত্যুর সাথে ভাব-ভাব খেলে -
তোমাকে
ছূঁড়ে দিতাম বানপ্রস্থে ,
আমি
ছায়াকে চুমু দিতাম গার্হস্থ্যে ৷
শুনেছিলাম
মৃত্যু সন্ন্যাস নিয়েছিল ৷
দেখেছিলাম
মৃত্যু জিতে যায় আবেগেও ৷
তাই
, তুমি মৃ্ত্যুর পরে ছায়াটা নিয়ে যেও ৷
No comments:
Post a Comment