ক্যামিসোল্
অঙ্কুর কুণ্ডু
রোজনামচার
বদলে বাসি চোখ জুড়ে -
ক্যামিসোলে
ঢাকা ঋতুপর্ণা আয়নায় দাঁড়ালে ,
ঝনঝনে
কাঁচ ফোটার মত সূর্যের
চিনচিনে
আদর বয়স্ক প্রভাতী সঙ্গীত থামিয়ে
চিন
মিউজিক ভরে দেয় আমার লোমকূপে ৷
এরপর
ঋতুপর্ণা ঠোঁটৈ লিপগ্লস্ দিলে ,
আমার
চোখের ওপর পাতা পর্ণমোচনের মত
ছন্দের
সাথে নীচের তলা আঁকড়ে ধরে ৷
ওর
ক্যামিসোল্ হাত বেয়ে থ্রি-কোয়ার্টার হলে ,
পাড়ুইয়ে
বুলেট নাচার মতই আমার শরীর
কেঁপে
ওঠে ৷ জেগে ওঠে এলিপসিস্ আমার
কবিতার
লাইনগুলোয় ৷ ঘনঘন হেঁটে যাওয়া
গ্রাম্য
আলের থেকেও মসৃণ সেই ক্যামিসোলে
ঢাকা
হাত ৷ শরতের একফালি মেঘও আমার
ঘোর
কাটাতে পারেনি ৷ আমার গাল ছুঁয়ে
ঋতুপর্ণা
এর নাম দিয়েছিল ঋতুর অসুখ ৷
বহুবার
দেখেছি ঝুলে থাকা শরীরের গলায়
বিচিত্র
ডিজাইন জন্মের বিপরীত পথে
হাঁটিয়েছে
অনেককে ৷ ঋতুপর্ণার ক্যামিসোল্ জুড়ে
এমব্রয়ডারী
দেখে ও’খানেই প্রাণপাত করি ,
কারণ
ও’পারেই পরের জন্ম ৷ কোষে কোষে জাগে
শিহরণ
ওকে ছোঁয়ার জন্য ৷ ঋতুপর্ণা একফসলি –
বারবার
ঋতুপর্ণা জন্মায় না , তাই আমি
ঋতুপর্ণাকে
খুঁজতে বারবার জন্মাতে চাই ৷
ঋতুপর্ণা
ও আমার এক ক্যামিসোল্ দূরত্ব আবহমান…
___________________________________________________________________________________
No comments:
Post a Comment