Wednesday, 17 February 2016

আশার... (৬৫)

আশার...
অঙ্কুর কুণ্ডু

                     
                  কিছু আলগা চোখ ডাকে রাতজুড়ে-
                  ভাঙা স্বপ্নরা গড়ে ডাকনামে৷
                  লালচে সিঁথি যদি নীল হয় হোক না,
                  পাকা চুলের কাজ আজও শেষ হয় না৷

                  ধুয়ে মনটাকে কিছু চাঁদমামা-
                  আসে টিপ দিতে ভুলে সন্ধ্যেতে৷
                  তবু রাত্তিরের সব রূপকথা,
                  হয়ে চুপকথা ডুব মারে নির্দল প্রার্থী হয়ে৷
                 
                  ভুলে পাশবালিশ কিছু সংসারের-
                  সাড়া হয় না কিছু পথভোলা চিৎকারের৷
                  কিছু চুল রাস্তায় ওড়ে ব্যর্থতায়,
                  ভ্রু কুঁচকে যায় পৌষের শীতলতায়৷

                  চলে মেঘের দেশ ভুলে হারাবার ক্লেশ-
                  সব গল্পেরই হয় না কোনো শেষ৷
                  ঠোঁটগুলো যদি প্রিন্টের সংখ্যা বাড়িয়ে দিত,

                  বিবাগীদের হাতে একতারার বদলে গিটার বাজত৷

No comments:

Post a Comment