Thursday, 30 April 2015

ঋতুপর্ণার না ফেরা দিন (৬৪)

ঋতুপর্ণার না ফেরা দিন
অঙ্কুর কুণ্ডু

                                 আল ধরে হাঁটতে গিয়ে থমকালো ঋতুপর্ণা ৷
                                 পিছন ফিরে দেখলো কাশ হয়ে উড়ছে
                                 না ফেরা দিনগুলোর বাতাস ; তারই মধ্যে
                                 কাঁপিয়ে গেল চোখে ভাইয়ের স্মৃতির একরাশ ,
                                 সামনের পুকুরপাড়ে কুড়ানো ইউসুফের বাস !

                                 ওখানে মানুষ হয়ে জন্মালে পুকুরের মাছ
                                 জলে বিনুনি বাঁধে ৷ ধারে দাঁড়ানো কলাপাতায়
                                 ধূলোরা নিজেদের খাবার রাঁধে ৷ মানুষ দেখলে ,
                                 ভিজে মাটির উঁচু ঢিবিতে দেখা যায়
                                 ঘাসের রোঁয়া ৷ ওরা কেবলই দেখে ধোঁয়া !

                                 মাথার ওপর নিঃসীম আকাশ হাঁ করে
                                 গপাগপ্ সেই ধোঁয়া গিলে যায় ৷ দুয়ার
                                 ভেঙে ঋতুপর্ণা ফোঁটা দিতে একছুটে
                                 এখানেই দাঁড়ায় ; তারপর ভিজে মাটি ,
                                 পা মাটি , মানুষ মাটি মাড়িয়ে নৈঃশব্দে পৌঁছায় !

                                 বাঁশঘেরা পুকুরপাড়ে ইউসুফকে যখন
                                 কাফন দেওয়া হল ; ঋতুপর্ণার কান্নার
                                 শোরগোল ঢাকা পড়ল হিন্দু-মুসলিম কড়চায় ৷
                                 ইউসুফের শরীরে তখন জল , ঋতুর চোখ
                                 ছলছল , ধোঁয়া হয়ে আত্মাটা বাড়াল কান্নার রোল ৷

                                 আল ধরে হাঁটতে গিয়ে থমকালো ঋতুপর্ণা
                                 পিছন ফিরে দেখলো কাশ হয়ে উড়ছে
                                 না ফেরা দিনগুলোর বাতাস ; ওখানে মৃত্যু গেলে
                                 জীবন ফেরে না , ঋতুপর্ণা ফিরে আসে , ফোঁটায়

                                 ইউসুফের ফিরতি উপহার প্রাণের ’পরে হাসে ৷      

মৃত্যুর পরে ছায়াটা নিয়ে যেও (৬৩)

মৃত্যুর পরে ছায়াটা নিয়ে যেও
অঙ্কুর কুণ্ডু

                                 মৃত্যু নামে এক বারান্দায় তুমি হেঁটে যেতে
                                 রোদের মাঝে ৷ সাথে ছিল ঝুল , লোহার
                                 গরাদ আর ছায়ারা নড়ত খাঁজে ৷
                                        শুনেছিলাম মৃত্যু সন্ন্যাস নিয়েছিল ,
                                        দেখেছিলাম মৃত্যু আবেগতাড়িত ,
                                        ছুঁয়েছিলাম মৃত্যু তোমারই ছায়া ভেবে ,
                                 তোমার যন্ত্রণা হত হিমালয়ের বরফ
                                 গলার মত ৷ সাঁঝবেলায় আমার
                                 তুলসীমঞ্চে দেখেছো প্রদীপ জ্বলে কত !

                                 খামখেয়ালী মেঘ রজনীগন্ধা নামে নেড়েছিল
                                 কড়া ৷ মদের বোতলে শিস্ মেরে
                                 জওয়ানির গান ধরত কিছু বখাটে ছোড়া ৷
                                        ফুল-সাজানো খাটে আমি মৃত্যুকে
                                        বলেছি ফিরে যেতে ; ওরা ফিরে
                                        গেল ,  শুধু ছায়াটা ফেল গেল ৷
                                 মাটির সোঁদা গন্ধে এপিটাফ ঢাকা ছিল
                                 সাদা চাদরের মত ৷ কখনও এলোপাথাড়ি ,
                                 আবার কখনও স্নিগ্ধ হত জড়ানোর ক্ষত

                                 আমি মৃত্যুর সাথে ভাব-ভাব খেলে -
                                 তোমাকে ছূঁড়ে দিতাম বানপ্রস্থে ,
                                 আমি ছায়াকে চুমু দিতাম গার্হস্থ্যে ৷

                                 শুনেছিলাম মৃত্যু সন্ন্যাস নিয়েছিল ৷
                                 দেখেছিলাম মৃত্যু জিতে যায় আবেগেও ৷
                                 তাই , তুমি মৃ্ত্যুর পরে ছায়াটা নিয়ে যেও ৷



Monday, 27 April 2015

ল্যাবরেটরী –দুই কপাটের ঘর (৬২)

ল্যাবরেটরী –দুই কপাটের ঘর
অঙ্কুর কুণ্ডু

                                 এক কোণে পড়ে ফুল আঁকা স্কার্ফ -
                                 কোনো দামী সুগন্ধির আশ্চর্য ভালোবাসা
                                 ল্যাবরেটরীর কপাট বুজে দিত নিশ্চয় !
                                 ওভাবেই শাহনাজ্ পিঠ ঢেকে দিত খোলা চুলে -
                                        তারপর শুরু হত খেলার ছলে
                                        জেলিফিশ্ মাখামাখি ;
                                        আমার অবুঝ তর্জনীতে সুদর্শন চক্র
                                        হয়ে ঘুরত ওর প্রতিটা নিঃশ্বাস ৷

                                 ল্যাবরেটরীর গোলাপ দেওয়ালে
                                 কিলবিল করত শাহনাজকে না ছুঁতে পারার
                                 কাঁটা ৷ অবিরত চোখ যেত ওর চোখে
                                 কাজল-ঘাঁটা ৷ এরপর ঝটপট বৃষ্টির ঝটপটানি -
                                        ওর গালে জল বসত না ,
                                        ও চুল ওড়ালে কাঁধের সোনালী লোম
                                        মুখ মুড়ে বসত ৷ বৃষ্টি থামলে
                                        নৈঃশব্দ ভেঙে শাহনাজ্ নামাজ পড়ত ৷

                                 বিকেল সরতেই ল্যাবরেটরীর তালায়
                                 আটকে যেত বিষণ্ণতা ৷ দেওয়ালের চুন ঘষে
                                 জানিয়ে দিতাম ওখানে ঝুরোগল্প আছে
                                 গাঁথা ৷ তখন আমার শুকনো হাতে ঠান্ডা তালা -
                                        দরজা ফুঁড়ে যতদূর চোখ যেত ,
                                        সেখানে কেবলই নবারুণের ফ্যাতাড়ু
                                        উড়ে জানিয়ে দিত শাহনাজ্ নেই ৷
                                        ফেরার পথে- চোখে ওর আলগা ঠোঁট ৷

                                
                                 ল্যাবরেটরীর দুই কপাটের ফাঁকে
                                 নিভে থাকত শাহনাজ্ ও আমার
                                 নিঃশ্বাস ! নিঃশব্দ চরণে
                                 কিছু বাদুড় দোল খেত সিলিংয়ের ডালে !
                                 এখানে দু’টো মানুষের গন্ধে ভালোবাসা খেলে ৷
                                 শকুনের মুখে অ্যাসিড্ ঢেলে
                                 ক্ষারীয় চাতক হয়ে আমি খুঁজে যাই
                                 ঐ জেলিফিশের পাশে মুসলিম মেয়েটাকে !

ক্যামিসোল্ (৬১)

ক্যামিসোল্
অঙ্কুর কুণ্ডু

                                 রোজনামচার বদলে বাসি চোখ জুড়ে -
                                 ক্যামিসোলে ঢাকা ঋতুপর্ণা আয়নায় দাঁড়ালে ,
                                 ঝনঝনে কাঁচ ফোটার মত সূর্যের
                                 চিনচিনে আদর বয়স্ক প্রভাতী সঙ্গীত থামিয়ে
                                 চিন মিউজিক ভরে দেয় আমার লোমকূপে ৷
                                 এরপর ঋতুপর্ণা ঠোঁটৈ লিপগ্লস্ দিলে ,
                                 আমার চোখের ওপর পাতা পর্ণমোচনের মত
                                 ছন্দের সাথে নীচের তলা আঁকড়ে ধরে ৷

                                 ওর ক্যামিসোল্ হাত বেয়ে থ্রি-কোয়ার্টার হলে ,
                                 পাড়ুইয়ে বুলেট নাচার মতই আমার শরীর
                                 কেঁপে ওঠে ৷ জেগে ওঠে এলিপসিস্ আমার
                                 কবিতার লাইনগুলোয় ৷ ঘনঘন হেঁটে যাওয়া
                                 গ্রাম্য আলের থেকেও মসৃণ সেই ক্যামিসোলে
                                 ঢাকা হাত ৷ শরতের একফালি মেঘও আমার
                                 ঘোর কাটাতে পারেনি ৷ আমার গাল ছুঁয়ে
                                 ঋতুপর্ণা এর নাম দিয়েছিল ঋতুর অসুখ ৷

                                 বহুবার দেখেছি ঝুলে থাকা শরীরের গলায়
                                 বিচিত্র ডিজাইন জন্মের বিপরীত পথে
                                 হাঁটিয়েছে অনেককে ৷ ঋতুপর্ণার ক্যামিসোল্ জুড়ে
                                 এমব্রয়ডারী দেখে ও’খানেই প্রাণপাত করি ,
                                 কারণ ও’পারেই পরের জন্ম ৷ কোষে কোষে জাগে
                                 শিহরণ ওকে ছোঁয়ার জন্য ৷ ঋতুপর্ণা একফসলি –
                                 বারবার ঋতুপর্ণা জন্মায় না , তাই আমি
                                 ঋতুপর্ণাকে খুঁজতে বারবার জন্মাতে চাই ৷
                                
                                 ঋতুপর্ণা ও আমার এক ক্যামিসোল্ দূরত্ব আবহমান…

___________________________________________________________________________________

Saturday, 25 April 2015

সাবলিমিটি –শেষ পথ (৬০)

সাবলিমিটি –শেষ পথ
অঙ্কুর কুণ্ডু

                                   সিঁড়ি বেয়ে ছায়া উঠে এলে -
                                            ঋতুপর্ণা দরজা খুলে দিত ,
                                   একরঙা ছায়া উঠোন ডিঙোলে -
                                            সিঁড়ির ওপর থাপ্পর পড়ত ৷
                                  
                                   শালের লোমে কানের দুল আটকে
                                   ঋতুপর্ণা চিল-চিৎকার জুড়লে, ওর ঠোঁট
                                   উড়ন্ত চিলের মতই টানটান হত৷ চিলের
                                   নখের মতই তীক্ষ্ণতায় ঋতুপর্ণা দেহে
                                   আঁক কাটলে ট্রামলাইনের খোপে জমে
                                   যাওয়া ধূলোরা বিদ্রোহ করে ওঠে, ওদের
                                   উড়ে যাওয়ার পথে ঋতুপর্ণার স্নিকার্স চুমু দিলে ,
                                   ওরা নিস্তেজ হয়ে একে অপরের পেটে ঢুকে যায় ৷

                                   বিগ্ বেনের শহরে তোমার নামে ব্যাঙ্ক্ খুলে
                                   গোছা-গোছা ড্রইং-বুক ঢোকানোর কথা ছিল !
                                   তোমার ঝরে পড়া চুলের মুঠোতে রং ভরে
                                   খেলনার ছলে ঝুলন্ত দাড়ি বানিয়েছিলাম ,
                                   সেই দাড়ির শেষভাগ বুকের কাছে থমকেছিল ৷
                                   ঐ বুকে তোমার চেয়ে থাকা, শুয়ে থাকা -সবই
                                   ছিল ভরা ঐ ড্রইংবুকে ৷ বাকী ছিল তোমার পিঠ
                                   ছুঁয়ে ক্যানভাসগুলো সিমা গ্যালারিতে তুলে দেওয়া…

                                   ঋতুপর্ণার খোলা দরজা দিয়ে -
                                            যারা ভেতরে আসছে ,
                                   তারা সকলেই ওর সন্তান , ঋতুপর্ণা মা ;
                                            এর বেশি আর এগোনো যায় না ৷
                                           

                                   

সঙ্কোচে আমার চোখেরা (৫৯)

সঙ্কোচে আমার চোখেরা
অঙ্কুর কুণ্ডু

       সর্বাণী আজ যেভাবে আমার দিকে তাকিয়ে আছে , বিয়ের আগেও সেভাবেই তাকিয়ে থাকত ; চোখগুলো বেশ টানা-টানা , ঠিক দেবী দূর্গার মত. . . নয় , বরং সুন্দরী মহিলার মতই ৷ অফিস থেকে এসে দেখতাম , সর্বাণী শান্ত হাতে বাড়ির সকল কাজ করছে ৷ তারপর রাতের খাবার সেরে একই বিছানায় দু’জনে ঘুমাতাম ; আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল না ৷ স্বামী-স্ত্রী সম্পর্কের সংজ্ঞা কী. . . বিয়ের পরে ক’টা রাত লাগে , তা বুঝতে ! অথবা , কতগুলো বিকেলে পরস্পরের হাত ধরে হাঁটলে নিজেদের স্বামী-স্ত্রী মনে হয় !


       বিয়ের প্রায় পর থেকেই বড় টেবিলটা সর্বাণীর সবচেয়ে প্রিয় জায়গা ৷ লাজুক সর্বাণী বরাবরই সেজে থাকতে ভালবাসে ৷ সর্বাণীর অতীতে সাজের সরঞ্জাম ও বর্তমানে সাজের সরঞ্জামের মধ্যে পার্থক্য আছে ৷ লাল শাড়ির মধ্যে কালো ফুল ও কালো পাড় এখনও আমার চোখে জল আনে ৷ বিয়ের আগে , ওকে ভালোবাসার আগে থেকেই জানতাম ক্যানসারগ্রস্ত সর্বাণী আর কয়েকদিন. . . তাও ওর ভালোবাসায় বিয়ে এবং বিয়ের দ্বিতীয় রাতেই ওর একার শয্যা ৷ ধূপের ধোঁয়ায় , ছবিতে সর্বাণীর চোখ এখনও টানা-টানা , আমার চোখেরাই শুধু বুজে আসছে !

সীতা , তুমিই সতী ! (৫৮)

সীতা , তুমিই সতী !
অঙ্কুর কুণ্ডু

সীতা , তুমি দেবীর বসন ছেড়ে নারী হও ; অথবা হতে পার নরমাংসের সতী ৷ সীতা , কেন আজও তোমায় দেখিনি –সকালে দু’হাত বাড়িয়ে হাই তুলছো কিংবা স্বামীকে ঠেলে ডাকছো ! দেখিনি তোমায় বই পড়তে , শুনতে পাইনি তোমার চা টানার আাওয়াজ ৷ বোধহয় তুমি লজ্জা পাও অথবা চাওনি যাতে পুরাণের পোশাক কখনও যায় ভোলা ! সীতা , তোমার পরিচয় কি ? তুমি তো নও আমাদেরই মহিলা !

                                 কেন হেঁটে যেতে ধীরে ধীরে
                                                নীচু মুখ
                                                দশরথ ডাকলে
                                 সুলগ্না বড়ই বেয়াদপ
                                                শ্বাশুড়ির ধমকে রা কাটে
                                                প্রথম চড়েই সুইসাইডের হুমকি
                                 থেমে যেত অত্যাচার –যা ছিল বাকী !

সীতা , তুমি কখনও কি বেরিয়েছিলে পঞ্চবটীর প্রাতঃভ্রমণে ! কেন পাখিরা তোমার কাছে চায়নি আশ্রয় ! তবে কি তখনও মায়ের কোমলতাকে ঢেকে রেখেছিল স্বামীর আকর্ষণ ! ডানায়-ডানায় কি খবর গিয়েছিল গাছের পাতায় , তাই বুঝি মর্মরধ্বনি তুলে ডালপালা শুকনো হয়েছিল , নিজেদের আহূতি দিয়েছিল তোমার চোখের আড়ালে যেতে চেয়ে ৷ সীতা , তোমায় দেখিনি পথের ধারে বাচ্চার সাথে , তবে সীতা , তোমার পরিচয় কি ? তুমি তো নও আমাদেরই মহিলা !

                                 রাজ্যের সন্তান ছেড়ে কিভাবে
                                                বনবাসে ছিলে
                                                সন্তান কি প্রতিশ্রুতির ভ্রূণ
                                 সুলগ্নাকে দেখেছি রাতে
                                                স্কুটি চালিয়ে ছুটত
                                                বাড়ির বারণ পেরিয়ে
                                 মুঠো মুঠো আদর দিত হেঁদুয়ার ফুটে !



সীতা , তুমি এত লোভী ! তুমি সীতা কম দামী মারীচের চেয়ে ! কেন ছুটিয়েছিলে রামকে আঁধারে ! কোথাও তোমার মনে দানা বেঁধেছিল স্বামীর বীরত্ব , তাই বুঝি লক্ষ্মণকে পীড়া দিয়েছিলে রামকে খোঁজার জন্য ! তুমি সীতা পূর্ণ নারী , আজও কি পূজিত এই সমাজে ? যে নারী গন্ডির মধ্যে থাকে , সে নারী সীতা , সতী নয় , দেবী , চলমান নয়  ! তবে সীতা , তোমার পরিচয় কি ? তুমি তো নও আমাদেরই মহিলা !

                                 তবু সীতা , তোমার জন্যই লঙ্কাকান্ড
                                                তোমার জন্যই রামায়ণ
                                                পড়েছে তোমার অনুরাগী
                                 সুলগ্না পুরুষের মুঠো থেকে
                                                দূরে রেখেছে নিজেকে
                                                নিজের উন্মুক্ত পথে
                                 আজও কোনো কাব্যই লিখতে পারেনি সে !



Sunday, 4 January 2015

ঋতুপর্ণা জন্ম নেবে না (৫৭)


…….
তুমি সেই ঋতুপর্ণা নও
    বর্ষায় যার পেখম মেলেছি
তুমি সেই ঋতুপর্ণা নও
    যাকে কবিতার খাতায় লিখেছি
ঋতুপর্ণা , তুমি নিছকই নারী
    মাথায় সিঁদুর পরে যে মানসী
সন্তানের কপালে ভাগ্যরেখা মুছে
    চুমুর আদরে অঝোরে ফুরিয়েছো

( আংশিক ৷ আনএডিটেড্ ৷ পরবর্তীকালে বদলাতে পারে ৷ ) ৷