অঙ্কুর কুন্ডু
অধরা
তমসা বন্দী মাধুরী
ভিখারীর নদীর মত সাম্রাজ্যে
ওজস্বী গর্ভে ভীত তুলাদন্ডের চাপে
বিবশ হয়ে ঘষতে থাকা উথ্থিত লম্ফমান
বাঘা বাঘা কথার লুটিয়ে
পড়া কাঠগড়ায়
ক্লেদ ঝরিয়েছিল
বহু কুঠরির ধোঁয়াবৃত
ঠান্ডা ঘর
ভগ্নাংশের সাথে লেপে থাকা
দগদগে দাগের যোগে
কাকের গুঁতো
বন্ধ করেছিল মোষের
লাফিয়ে লাফিয়ে খাওয়া
No comments:
Post a Comment