Tuesday, 22 July 2014

ল্যাবরেটরী : সুলগ্না-কে হারিয়ে ফেলেছে (২২)


ল্যাবরেটরী : সুলগ্না-কে হারিয়ে ফেলেছে
                   অঙ্কুর কুন্ডু


 এক কোণে পড়ে ফুল-আঁকা স্কার্ফ
        কোনো দামী সুগন্ধির আশ্চর্য ভালোবাসা
ওর বয়স কমিয়েছে নিশ্চয় !
আমিও তো দীর্ঘ শতাব্দীগুলি এড়িয়েছি
বহু মনীষার অদ্বিতীয় স্বামী-রূপে -
বিক্রিয়ায় কমিয়েছি নিজের এড়িয়ে যাওয়া বছর
        সুলগ্না শেষ কবে স্কুলে এসেছিলোমনে নেই ,
        স্কার্ফটা সুলগ্নারমনে আছে

দীর্ঘ দিন বহু অবহেলায় মেঝেতে
ঠান্ডা লাগিয়ে কষ্ট পেয়েছে ,
দীর্ঘ রাত হেলায় বিলিয়েছে স্মৃতি ,
মেলে ধরেছে সেলাই-খোলা সুতো -
        যেন চূর্ণ চুলের ডগা খুঁজেছে আমার ঠোঁট ,
        খুঁজেছে নোনা দেওয়ালের মাঝে সিক্ত কিছু পাতা
        দুচারটে মাকড়সা স্কার্ফেই মুছে নিয়েছে ঘাম -
        আবার আট-পা চলছে ছুটে !

শনিবারের পড়ন্ত বিকেলের পরে
আজ প্রথম খুললো ল্যাবরেটরী ,
কিছু ধুলো বেরুলো , কিছু স্মৃতির পাশে দাঁড়ি ,
একজন স্কার্ফটা তুলে দরজার বাইরে -
        যেন কোনো ছোটো পিঁপড়ে চলতে শিখেছে
        অথৈ জলের ঢেউয়ে চিনি মিশিয়ে
        সুগার বাড়াচ্ছে পিঁপড়ের ঠোঁটে
        ধীরে ধীরে অদৃশ্য স্কার্ফ , অদৃশ্য সুলগ্না !

আমার পর্দা-ঝোলা কঠিন বেলা
জানালার ধারে নেই ,
অগোছালো কিছু টিউব স্পর্শ ধুয়েছে
সুলগ্নানামের সেই নারী কবে দেওয়াল ছুঁয়ে
পা রেখেছে মেঝের ওপর !
সে তো নির্জন শীতের ভোরে
একা আমি’ –পাশে ধোঁয়া নিয়ে
মাটি চেয়েছে !



No comments:

Post a Comment