১৩নং সেল –বয়স যেখানে থেমে যায়
অঙ্কুর কুন্ডু
পাথর-ভাঙা হাতের তালুতে
ঐ রেখাগুলি বসেছিল ,
যেভাবে
মশাদের ডানা আলগা হয়ে বসে থাকে
এবং
বাতাসে সহসা ঝরে পড়ে !
লোকটি
রাতের ঘুমেও গরাদের লোহাগুলি খুঁটে যেত ,
পরের
দিন ভাঙা নখেই একটি-দু’টি করে ঘামাচি মারত !
গত
দু’দিনে ঐ সেলে সাদা পোশাকে কেউ ঢোকেনি –
পুলিশ
অথবা দোষী -১৩নং সেলের কয়েদি
এবং
ওর দাঁত না-মাজা চাওনি ফেরেনি !
ঐ
মেঝেতে ও পড়েছিল . . . দু’-চারটি মাছি ওর দাড়ি ফুঁড়ে
ঢুকতে
চেয়েছিল . . . ও মাছিদের ছেড়ে জীবনে ফিরতে চেয়েছিল . . .
রাতের
অন্ধকারে রিলিজ অর্ডার আনতে গিয়েছিল
সিঁড়ি
দিয়ে নেমে , তারপর ঐভাবেই সে নেমে গিয়েছে ,
এবং
ওপরে তাকিয়ে দেখেছে আকাশের বদলে কংক্রিট !
কয়েদিটি
মারা গেছে , যেভাবে সকলে মারা যায় –
সেভাবে
নয় , বরং মুখ উল্টে মরেছে !
১৩বছর
৩৬৩দিন জীবন পেরিয়ে নির্বাসনের মুখ থেকে
নিজের
দেহ ছিনিয়েছিল সে ৷ আজ ওর পোশাক শূন্য ,
এবং
কম্বলে শুকিয়ে আছে গড়িয়ে আসা লাল !
চোখ
বন্ধ করে অতীত শুকোতে গিয়েই সে আঁৎকে উঠেছিল ,
এবং
তখনই আগামী বয়স থমকেছিল ৷
___________________________________________________________________________________
No comments:
Post a Comment