Thursday, 17 July 2014

ভেজা আাঁচল (১৮)


ভেজা আাঁচল
অঙ্কুর কুন্ডু

       কয়েকমাস আগেও ছেলেটির মুখের কাছে মা নিজের বুক এগিয়ে দিলে , সে খুব একটা বুকের দুধ খেত না ; ছেলেটির বয়স মাত্র এক বছর দুই মাস ৷ অভাবের সংসার , তাই বাইরে থেকে দুধ কেন অসম্ভব ৷ মাঝে-মাঝেই শরীর খারাপ হত তার ৷ বাপ-মরা ছেলেটি যখন জন্মেছিল , ডাক্তার তাকে ‘অস্বাভাবিক বাচ্চা’ আখ্যা দিয়েছিলেন ৷ অশিক্ষিতা মা এতে আনন্দ বা দুঃখ কোনওটাই পায়নি ! ফুটো ছাউনির ঘরে ও ফিনফিনে শাড়ি পরা মা-এর কাছে ‘পদ্মবিভূষণ’ ও ‘অস্বাভাবিক বাচ্চা’ সমান ৷
       গত দু’দিন থেকে ছেলেটি জ্বরে ভুগছিল ; মা ঠাঁই বসে আছে ছেলেকে কোলে নিয়ে ! আঁচল ভিজিয়ে বারবার ছেলের কপালে দিচ্ছে ; ছেলের মুখের সামনে রাখা আছে খোলা বুক ৷ কয়েকঘন্টা আগে থেকে ছেলে একবারও তা ছোঁয়নি ৷ জ্বরের গরম শরীর ঠান্ডা ও নিথর হয়ে গেছে ৷ তাও ভেজা আঁচলে মুখ চেপে মা ছেলেকে কোলে নাচাচ্ছে ও গুনগুন করছে “ছেলে ঘুমালো . . .” ৷


No comments:

Post a Comment