Tuesday, 22 July 2014

এখনও বাকি আছে (২৪)


এখনও বাকি আছে
        অঙ্কুর কুন্ডু

আমার অনেক পথ হাঁটা বাকি
জীবন তোমার সাথে
                    মৃত্যু তোমার সাথে
       জীবন-মৃত্যু তোমার সাথে
কিছুটা এগিয়েছি এপাড়
কিছুটা পিছিয়েছি ওপাড়
এখনও বাকি আছে –বাকি পথ হাঁটা

       তোমাদের সাথে যাত্রা শুরু
       তোমাদের মতো কাটানো দিন-রাত
       তোমাদের মতো করে পাল্টাত
       আমিও পাল্টাতাম আমার মত ১৮০ডিগ্রী-তে
       কখনও এক ফালি রোদ ,কখনও কবিতা
       এখনও আমি দর্শক তোমাদের শূন্যতার
আমার অনেক পথ হাঁটা বাকি
জীবন তোমার সাথে
                    মৃত্যু তোমার সাথে
       জীবন-মৃত্যু তোমার সাথে

       এখনও করছি অঙ্গভঙ্গি
       এখনও বেঁকে চলেছি কৃমির মতো
       তোমাদের মতো
       তোমাদের পা-এর মাটি খুঁজছি
       কবর খুঁড়ছি
       তোমাদের ,তোমাদের –ঐ তিন টাকার
       তাপ্পি মারা পকেটে তোমাদের খুঁজছি
কিছুটা এগিয়েছি এপাড়
কিছুটা পিছিয়েছি ওপাড়
এখনও বাকি আছে –বাকি পথ হাঁটা

সমাধির পা-এর নীচে ফাটল
হাত ঢুকিয়ে শুকনো খটখট
ঝড়ের বেগে আছাড় মারবে
বাবুঘাটের পিন্ডি-দানে ,আর
খুলিগুলোর নাম হবে ব্রেন
শুকিয়ে যাওয়া আমসি স্বাদে
যেটুকু জল ছিল –শুষিয়ে নেবে রোদে ;তাই
জীবন তোমার সাথে
                    মৃত্যু তোমার সাথে
       জীবন-মৃত্যু তোমার সাথে
এখনও বাকি আছে –বাকি পথ হাঁটা . . . . .


No comments:

Post a Comment