সৌমনা, আমাকে টেনে তোলো
অঙ্কুর কুণ্ডু
বকুলের গন্ধে যখন এলিয়ে পড়বে মাথা-
আমার কাঁধে তুমি নিঃশ্বাস রেখো,
আমি গোপন রাখবো
আমাকে তোমার ছোঁয়া, তারপর বুক খুঁজে
এলিয়ে পড়বে মাথা৷
দালান জুড়ে শান্তি নেই, কারা যেন
সূর্যের রং রেখেছে ছড়িয়ে,
বাকি ছিল উত্তাপ
তাও ছড়িয়ে ছিলাম লোম ছিঁড়ে,
কারা যেন লালা কেটে স্কার্ফ বুনেছিল৷
সৌমনার নখে রং ছিল, ঠোঁটে ছিল
ওর নীচের ঠোঁট,
হৃদয় ছিল দুর্বল
তাই আমাকে টেনে তোলো, ঘুমিয়ে পড়া
রাতের থেকে তোমার নীচের ঠোঁটটা ভালো৷
বৃষ্টি এলে স্বস্তি কোথায়, হালকা
গাল
যখন ছোঁবে তোমার মাথায়,
আমি থমকে যাবো
সৌমনা, আমাকে টেনে তোলো, তোমার
শরীর থেকে মনে, মন থেকে কনকচাঁপার
হারে৷
No comments:
Post a Comment