বোধনেই যাব
অঙ্কুর কুণ্ডু
রাত
পোহালেই বোধন ; মরব না
সিঁথি
রাঙিয়ে দরজা রেখো খুলে , চলে যাব ৷
যেখান
থেকে এসেছিলাম , সেখানেই
যাবো
৷ মায়ের পেটে নয় ;
‘রাত
পোহালেই… চলে যাব ৷’
-এখানেই
শেষ করেছিলাম গত রাত ৷
আমার
সঙ্গেই হেঁটেছিলে , দেখেছিলে
বাতাসের
প্রতিকূলে কুকুরের মত
হাঁপিয়ে
ছিল কাশফুল ৷ তারপর সূর্য
যত
বেড়েছে , তুমি দূরে চলে গেলে . . .
আকাশের
গায়ে তখনও অসহ্য নীল -
কমিউনিজমের
বিষছবি দেখিয়েছিল ৷
জন্মলগ্নে
বেড়া ছিল শিশুদের পাশে -
আমি
যাব সেখানে ছাগল ঢোকাতে ,
কিছু
কচি ঘাস… কিছু দুধ…
বোধনের
দিন কোথাও বাজে বিসর্জনের সুর ৷
আমার
ছায়া দেবী হয়ে ত্রিশূল বিঁধে ছিল
অসুরের
বুকে , ওকে সঙ্গ দিতেই বুক পাতব
আমি
৷ রাত পোহালেই বোধন ; মরব না -
সিঁথি
রাঙিয়ে দরজা রেখো খুলে , চলে যাব ৷
No comments:
Post a Comment