Thursday, 27 December 2012

অসাড় ঐ বেলে-গাছটি (৮)


                                           অসাড় বেলে-গাছটি
                                                    অঙ্কুর কুন্ডু

       কুহু বসন্ত ফেরাতে পারেনি বছর ; বদলে বদলেছে কুহুর ডাল , কুহুর দাঁড়ানোর জন্য এলিয়ে থাকা জমি ! অনাবিল আনন্দে বছরের পর বছর- দুই বছর বেলগাছের ফুটো পাতার আড়ালে দুহাত তুলে এক্সারসাইজ্ করতো যথাসময়ে ,আপ্রাণ বয়ে যেত নদী শ্যাওলা সুখে ; মাঝে-সাঁঝে কুহুর কলতান্ কষ্ট ঝরাতো নিশ্চয়- তবে বসন্তের যা বরাত্ তাতে সে কষ্ট দুবার করে এসে দেখা দিত বছরে !
       ফি-সপ্তাহেই বেলপাতার আনাচে-কানাচে উঁকি মারবে ভেবেও বসন্ত ৩০৫-৩০৬ দিনই ব্যর্থ হয়- তবে যখন দেখার সময় পায় তখন কুহুর থুতু-কফ- এই জাতীয় বর্জ্য পদার্থের কিচির-মিচির কন্ঠকে ছড়িয়ে দেয় নিজের ফুরফুরে হাওয়ায় ; সকালে বসন্ত যখন কুহুর পাশ দিয়ে যায় তখন কুহু অপ্রস্তুত অবস্থায় নিজের বসন সামলায় ; তবে অধিকাংশ খাঁজ রান্নাঘরের বাসন ঢাকা দিতে পারে না- আকৃতিদোষে !
       শীতের ভয়ে বসন্ত এবছর বেলা করেই বেরিয়েছিল ; সে জানতো আজ সব খাঁজে শীত ঢুকেছে- তাই খাঁজগুলো বুজেছে বেলগাছটি ! আর .. , আর- তারও অতলে ফুটো পাতা !


No comments:

Post a Comment