Sunday, 23 December 2012

একলা কাঁদে একতারাটি (৬)


 একলা কাঁদে একতারাটি
         অঙ্কুর কুন্ডু



পুড়ন্ত বিকেলের শেষ রোদ নাড়া পেয়েছে
অবিবাহিত বুড়ো বাউলের ন্যাড়া থালায় ।
পেরেকে ঝোলানো কাত হওয়া
ক্লান্ত তারের একতারাটি
ঘামছে অথচ
ঠান্ডা !

৭৯ বছর আগে -- দাদাইজম্'-এর বিরূদ্ধে বেঁধেছিল
সুরিয়ালিজমের সুর বিদ্রোহী ব্রেটন্ ব্যতীত
প্রত্যন্ত গ্রামের ভাঙা উঠোনে
একলা. . . এক সন্ধ্যায়
ঝিঁঝির তানে
মিশে !

পাঁচ-ছ'টাকা হস্তরেখায় নিয়ত বন্দী রেখে বাউল
আগামীকাল শুরু করে পান্তা খেয়ে ।
ঘামের গামছায় শোওয়া রাতে
মশা কাটে তাকে
আর থাকে
থাপ্পড় !

বাউলের ঘরের পাশে লাল মাটি খুঁজে
একতারার টুং-টাং লুকোয় বাউলের অজান্তে
গোপন ছন্দে বাউলের ডাকের
আশায়. . . বাউল আদরে
ডাকে আঙুলের
ঈশারায় !

আজ সকল অতীত অনুভূতি বাউলের দেহে
জট পাকিয়েছে জীবনের শকল ছিঁড়ে ।
বার্ধক্যের মৃতদেহ একলা পড়ে
উঠোনের ওপরে নিঃসঙ্গ
একতারা লিখছে
এপিটাফ :

                                  "জীবন মোর একলা কাটে
               থাকব না আর তোদের সাথে
               উঠোনটা আবার কাঁদবে মোর একতারাটির তালে
               আজ আমি গেলাম চলে
               আর তো ফিরব না , আমি
               আর তো ফিরব না" ৷

No comments:

Post a Comment