Thursday, 27 December 2012

অসাড় ঐ বেলে-গাছটি (৮)


                                           অসাড় বেলে-গাছটি
                                                    অঙ্কুর কুন্ডু

       কুহু বসন্ত ফেরাতে পারেনি বছর ; বদলে বদলেছে কুহুর ডাল , কুহুর দাঁড়ানোর জন্য এলিয়ে থাকা জমি ! অনাবিল আনন্দে বছরের পর বছর- দুই বছর বেলগাছের ফুটো পাতার আড়ালে দুহাত তুলে এক্সারসাইজ্ করতো যথাসময়ে ,আপ্রাণ বয়ে যেত নদী শ্যাওলা সুখে ; মাঝে-সাঁঝে কুহুর কলতান্ কষ্ট ঝরাতো নিশ্চয়- তবে বসন্তের যা বরাত্ তাতে সে কষ্ট দুবার করে এসে দেখা দিত বছরে !
       ফি-সপ্তাহেই বেলপাতার আনাচে-কানাচে উঁকি মারবে ভেবেও বসন্ত ৩০৫-৩০৬ দিনই ব্যর্থ হয়- তবে যখন দেখার সময় পায় তখন কুহুর থুতু-কফ- এই জাতীয় বর্জ্য পদার্থের কিচির-মিচির কন্ঠকে ছড়িয়ে দেয় নিজের ফুরফুরে হাওয়ায় ; সকালে বসন্ত যখন কুহুর পাশ দিয়ে যায় তখন কুহু অপ্রস্তুত অবস্থায় নিজের বসন সামলায় ; তবে অধিকাংশ খাঁজ রান্নাঘরের বাসন ঢাকা দিতে পারে না- আকৃতিদোষে !
       শীতের ভয়ে বসন্ত এবছর বেলা করেই বেরিয়েছিল ; সে জানতো আজ সব খাঁজে শীত ঢুকেছে- তাই খাঁজগুলো বুজেছে বেলগাছটি ! আর .. , আর- তারও অতলে ফুটো পাতা !


Sunday, 23 December 2012

একলা কাঁদে একতারাটি (৬)


 একলা কাঁদে একতারাটি
         অঙ্কুর কুন্ডু



পুড়ন্ত বিকেলের শেষ রোদ নাড়া পেয়েছে
অবিবাহিত বুড়ো বাউলের ন্যাড়া থালায় ।
পেরেকে ঝোলানো কাত হওয়া
ক্লান্ত তারের একতারাটি
ঘামছে অথচ
ঠান্ডা !

৭৯ বছর আগে -- দাদাইজম্'-এর বিরূদ্ধে বেঁধেছিল
সুরিয়ালিজমের সুর বিদ্রোহী ব্রেটন্ ব্যতীত
প্রত্যন্ত গ্রামের ভাঙা উঠোনে
একলা. . . এক সন্ধ্যায়
ঝিঁঝির তানে
মিশে !

পাঁচ-ছ'টাকা হস্তরেখায় নিয়ত বন্দী রেখে বাউল
আগামীকাল শুরু করে পান্তা খেয়ে ।
ঘামের গামছায় শোওয়া রাতে
মশা কাটে তাকে
আর থাকে
থাপ্পড় !

বাউলের ঘরের পাশে লাল মাটি খুঁজে
একতারার টুং-টাং লুকোয় বাউলের অজান্তে
গোপন ছন্দে বাউলের ডাকের
আশায়. . . বাউল আদরে
ডাকে আঙুলের
ঈশারায় !

আজ সকল অতীত অনুভূতি বাউলের দেহে
জট পাকিয়েছে জীবনের শকল ছিঁড়ে ।
বার্ধক্যের মৃতদেহ একলা পড়ে
উঠোনের ওপরে নিঃসঙ্গ
একতারা লিখছে
এপিটাফ :

                                  "জীবন মোর একলা কাটে
               থাকব না আর তোদের সাথে
               উঠোনটা আবার কাঁদবে মোর একতারাটির তালে
               আজ আমি গেলাম চলে
               আর তো ফিরব না , আমি
               আর তো ফিরব না" ৷

Wednesday, 19 December 2012

আপেক্ষিক < > শিল্প (৪)


   আপেক্ষিক < > শিল্প
অঙ্কুর কুন্ডু

সুতো > দেহভর্তি রোঁয়া
এক রোঁয়ার দেহ > নয়

দশা > ঘুরন্ত ঘূর্ণি
কয়েক প্যাঁচেরপরে > প্যাঁচানো

মিশেল > হিমেল হাওয়ার -পালে
ক্রম-আবর্তনের রীতি >বিবর্তিত

এমব্রয়ডারী > সূঁচের জটিল আস্তানায়
মজুরের ঘর > বালিয়াড়ি

উপোস্ > ঘষা কিছু দাঁত
চর্ব্যচুস্য ছুঁয়ে > আমিষ্

শিল্প > নিখুঁত সময় নষ্ট
রেট্ বাড়ায় এক-এক ঘরে > বাজার

লম্ফ > জ্বালিয়ে দেয় চোখ
ঝলসে দিল পছন্দের টাল-বাহানা > লাইট

আসামী > দুঘরে জ্বালতে পারেনি উনান্
ঘরে জ্বলে না ওভেন > ধরাশায়ী

এক্স-রে > হাড়-ভাঙা খাটুনির হার
পচনশীল অপচয় > স্টক্

মাটি > পা পড়ে ধীরে ধীরে
পুড়ে পড়ে ধীরে-ধীরে > মাটি

Sunday, 16 December 2012

অঙ্কুর কে ? (২)


WITH A DUE (১)

-->
                    WITH A DUE
                      Ankur Kundu

Floating on a rivulet by a sharp boat
And my lips are sucking your throat
Till this last May - with the bloody gay .
You are taking the holy water in a childish way
And the needy rivulet asking for pay ,
So I’m taking a step to make something new !
I’ve to open my life’s hew .
My lips are drowning in your breast -
But I’m not be able to make a taste ,
So , it must have to waste !

Oh God ! see see see - there is the shadow
Of my damn fair show !
By the grace of God
I'm compressing her belly by my would-be dirty hand
And putting the other nails into her real gland.
No sound , no round and no fire is there
Only some waters on the cheeks of my dear.
I've a confession , and not the
Compensation!
So,I'm drawing my darling's ear
And doing my words clear
That - that
I cannot bear your shadow but you...
And you're not permitted to give any new!
Now,the holy waters are washing you-
Darling,I'm wetting with the upcoming dew!