Tuesday, 16 July 2013

এঁটো গলির আড়ালে (১০)


এঁটো গলির আড়ালে
        অঙ্কুর কুন্ডু

শহরের নিস্তব্ধ রাস্তায়
বৃষ্টি পড়েছে ঘন্টা দুই আগে -
সাথে নিয়ে তোমাকে,
বেরিয়েছি ৷ নিশ্চিন্তে ও উৎকন্ঠায় !
            গ্রামের মেঠো পথে , আলো চলে সাথে
            থাকে আমাদেরই হাতে ৷
শহুরে নিশি হাতে আলো না দিলেও ,
আমাকে দিয়েছে তোমার হাত ৷ এঁটো গলির মাঝে
লম্বা লম্বা বাতিস্তম্ভ কোথায় যে আলো দেখায়
আর কার হাতেই বা থাকে
তা অজানা !
সুবিধা তাতে আমার –
সুলগ্না , ব্যথা হবে তোমার –জানি !
কিন্তু , ব্যথার কথা ভেবে যদি কচি ঘাস হয়ে
পা-এর তলায় থাকো –
তবে তো রোদভরা দুপুরে ঘামবেই !
আমার অনেক টাকা খসবে
গরমের তেজে আধ-কাটা ফলের রস খেতে . . .
যতটুকু পারবো
যতখানি নেবো
তার দাম কোনও পোস্টারে
কবিতা লিখে টাঙাবো –
শব্দ কিছু লিখবো না –
তোমার আমার সম্পর্ক কি দামের ?
‘সুলগ্না’ নাম বেমানান –যদি ভাবো সে নাম
গ্রীষ্মের নিঙরানো আমের !
‘সুলগ্না’র মানে আমি জানি না –
তাই বৃষ্টি শেষে তোমায় নিয়ে বেরিয়েছি
এঁটো গলিতে . . .

Tuesday, 26 February 2013

যোগ - াড় - + (৯)


যোগ – াড় - +
      অঙ্কুর কুন্ডু


হাওড়া ব্রিজটা একটু টেনে ধরো
বয়সে কাঁধ ঝুলেছে
ভেঙেছে শরীর খানিক

আবার এক প্রলেপ রঙ মেরো
নখের ছোঁয়ায় বদলেছে
নাম ; এখন নিমফো

এপাড় ওপাড় সাইনবোর্ড –‘যাতায়াত বন্ধ’
সারি শাড়ি যদি
পারাপার এক রাতে

নির্লজ্জ ব্রিজ আগ্রহে খোঁজে সহচরী
মিলেনিয়াম পার্কে যদি
পাছা টিপে ধরে

গঙ্গা তবু গিলছে চোখ খুলে
বিক্রীর পসরা সাজানো
বৈধ লেসবিয়ানের যৌনতা

টুং-টাং পয়সা লাগছে ব্রিজের হাড়ে
সিট ফাঁকা বাসে
যাত্রীরা কেবলই কাশে